আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভাল, আমিও আলহামদুলিল্লাহ খুব ভাল।
আমরা যারা গুগল ব্লগস্পটের ফ্রী ব্লগ সাইট ব্যবহার করি তারা ব্রাউজারের ট্যাবে ব্লগারের ডিফল্ট “B” চিহ্নিত আইকন দেখতে দেখতে বিরক্ত প্রায়।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ব্লগের আইকন (Favicon) পরিবর্তন করবেন খুব সহজে মাত্র এক মিনিটের মধ্যে! হয়ত আপনারা অনেকেই এই বিষয়ে আগে থেকেই জানেন কিন্তু আমার এই টিউনটি হলো যারা জানেন না তাদের জন্য।
চলুন দেখা যাক কিভাবে আপনার ব্লগের ফেভাইকন পরিবর্তন করবেন, প্রথমে Blogger এ যান, তারপর আপনার ব্লগ সাইটের নামের উপর ক্লিক করে ডেশবোর্ডে যান, এইখান থেকে ডেশবোর্ডের প্রায় নিচের দিকে “Layout” এ ক্লিক করুন।এরপর দেখবেন ব্লগারের “B” চিহ্নিত আইকনসহ লেখা Favicon ঐখান থেকে Edit এ ক্লিক করুন।
Favicon Edit
একটি ছোট উইন্ডো ওপেন হবে। এইখান থেকে আপনি “Browse” এর উপর ক্লিক করে আপনার কাংকিত আইকনটি যে ফোল্ডারে আছে সেখান থেকে সিলেক্ট করে আপলোড করুন।
এরপর save করুন। দেখবেন Favicon এর পাশে আপনার আইকনটা Show করছে। :mrgreen:
ব্যস! কাজ শেষ এবার “Save arrangement” এ ক্লিক করে সেভ করুন। এবার View Blog এ ক্লিক করে আপনার ব্লগ সাইটটি দেখুন আইকন পরিবর্তন হয়ে গেছে।
যদি বুঝতে অসুবিধা হয় ছোট্ট এই ভিডিওটি দেখে সহজেই পরিবর্তন করে নিতে পারেন আপনার ব্লগের আইকন।
আজ এই পর্যন্তই, শীঘ্রই নতুন টিউন নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, কোন অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আর হে টিউনটি কেমন লাগল তাও অবশ্যই জানাবেন। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।
0 comments:
Post a Comment